গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পরিবর্তনের জোয়ার বইছে—জনগণ এখন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। জনগণের ভোটেই বিজয় আসবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন, দুর্নীতি ও দমন-পীড়নে মানুষ অতিষ্ঠ। এখন তারা পরিবর্তনের অপেক্ষায়। জুলাই-আগস্টের পর মানুষ আবারও ধানের শীষে আস্থা রেখেছে।”
সোমবার গোলাপগঞ্জ উপজেলার ২নং সদর ইউনিয়ন বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম ও সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুজিবুর রহমান মলিক, জায়েদা বেগম, কামাল আহমদ, আব্দুর রাজ্জাক, মহিলা সদস্য দিলারা আক্তার, রায়হান মিয়া, আঙুর মিয়া, মতিন মিয়া, কামাল মিয়া প্রমুখ।