কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা উন্নয়ন ও অগ্রগতির নতুন রূপরেখা ঘোষণা করেছেন।

শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “বিগত সময়ে এ অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন না হলেও এখন সময় এসেছে আধুনিকতা ও মানবিকতার সমন্বয়ে একটি টেকসই, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক কিশোরগঞ্জ গড়ে তোলার।”

তিনি পরিকল্পনা ঘোষণা করেন —

  • কৃষকদের জন্য ‘অ্যাগ্রো-টেক হাব’ প্রতিষ্ঠা,

  • প্রতিটি ইউনিয়নে ‘স্মার্ট লার্নিং অ্যান্ড ইনোভেশন সেন্টার’,

  • স্বাস্থ্যসেবায় টেলি-মেডিসিন বুথ চালু এবং আধুনিক হাসপাতাল ও ওয়াটার অ্যাম্বুলেন্স সার্ভিস,

  • কিশোরগঞ্জ-৪ আসনকে স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা।

হীরা বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।