একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের আমলে সিলেটের উন্নয়ন কার্যত স্থবির ছিল। সিলেটবাসী পেয়েছে বঞ্চনা ও বৈষম্য।

শনিবার (১১ অক্টোবর) রাত ৯টায় বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার বাজারে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়সল চৌধুরী বলেন, “সিলেট-ঢাকা মহাসড়ক চার লেন করার নামে বছরের পর বছর তামাশা করা হয়েছে। কোটি কোটি টাকা লুট হলেও সড়ক এখন সিলেটবাসীর গলার কাঁটা। রেলপথেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আওয়ামী লীগ আমলে সিলেট অবহেলিত ছিল— তারা সিলেটের সঙ্গে বেইমানি করেছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ লুটপাট ও টাকা পাচারের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে দেশপ্রেমিক বিএনপি সরকার প্রয়োজন। ইনশাআল্লাহ বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান। পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা শাহীন আহমেদ ও ফজল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মিছবাহ উদ্দিন, আব্দুল হালিম রানা, লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে ফয়সল চৌধুরী ও স্থানীয় নেতাকর্মীরা সারপার বাজার এলাকায় বিএনপির ৩১ দফা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।