বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কিছু দল পিআর পদ্ধতি নিয়ে চিৎকার করছে, কিন্তু জনগণই ঠিক করবে তারা কোন ভোট পদ্ধতি চায়। পিআর পদ্ধতিতে ব্যক্তিকে নয়, দলকে ভোট দিতে হয়—এতে ভোটাররা বুঝতেই পারে না কাকে ভোট দিচ্ছে, সেক্ষেত্রে জনগণ এমন ভোট পদ্ধতি চায় না।”
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঠাকুরগাঁওয়ে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, “বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনের নামে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়—আমরাও চাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য পিআরসহ সব জটিলতা বাদ দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি অভিযোগ করেন, “৬০ লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, হাজারো নেতাকর্মী জেলে। দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে ছয় বছর ধরে কারাগারে রাখা হয়েছে।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তারা ব্যবসা-বাণিজ্য, ব্যাংক, এমনকি দেশের সম্পদ পর্যন্ত দখল করেছে। বিদেশে অর্থ পাচার করে দেশকে ধ্বংস করেছে। এখন জনগণ শান্তিতে ঘুমাতে পারছে কারণ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”
গণমাধ্যম সম্পর্কে তিনি বলেন, “এখন সাংবাদিকরা মাঠ থেকে যা পাঠায়, তা স্বাধীনভাবে প্রকাশিত হয়। আওয়ামী লীগ আমলে এমন স্বাধীনতা ছিল না।”
বিএনপি ক্ষমতায় এলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “বেকার সমস্যা সমাধান, দেশের উন্নয়ন ও শিক্ষকদের জাতীয়করণে পদক্ষেপ নেয়া হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।