বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, “একটি দল ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে পিআর (Proportional Representation) পদ্ধতির ধোঁয়া তুলেছে। কিন্তু বাংলাদেশে এই পদ্ধতি কখনও প্রয়োগ হয়নি, মানুষ পিআর কী তা জানেই না। তাই এই পদ্ধতিতে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না।”

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় খুলনার পাইকগাছা পৌরসভা চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ড. রিপন বলেন, “জনগণের ভোট ও সমর্থনে বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নতুন বাংলাদেশ গড়ে তুলবে— যেখানে এমপি, মন্ত্রী, প্রশাসন ও বিচার বিভাগসহ সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তাহলেই দেশে আর কখনও স্বৈরাচার জন্ম নেবে না।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল। তিনি বলেন, “তারেক রহমান ক্ষমতায় এলে আগামী এক বছরের মধ্যেই দেশের কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।