অংশগ্রহণমূলক নির্বাচনী ইশতেহার প্রণয়নের দাবিতে ময়মনসিংহে প্রতীকী মানববন্ধন করেছে নাগরিক প্লাটফর্ম।

মঙ্গলবার (আজ) দুপুরে নগরীর টাউন হল এলাকার শহীদ মিনার প্রাঙ্গণে যুব ফোরামের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড ধারণ করে জনগণের মতামতের ভিত্তিতে ইশতেহার প্রণয়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেন শুধুমাত্র প্রতিশ্রুতির বাণী না দিয়ে জনগণের বাস্তব চাহিদা, সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ইশতেহার তৈরি করে।

মানববন্ধনে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক রকিব হোসেন, সাংবাদিক অমিত রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।