বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতে হাজির করা হলে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

এর আগে সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—
১️ মিত্রডাঙ্গা গ্রামের ইদ্রিস শেখের পুত্র মহিম শেখ (২৯),
২️ একই গ্রামের আব্দুস ছালাম শেখের পুত্র হাফিজুল শেখ (৪২),
৩️ জোকা গ্রামের আনছার শেখের পুত্র সোহেল শেখ (২৮)।

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক এস এম জাফরুল ইসলাম জানান,

“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা ও অর্থদণ্ড দেন।”

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন,

“মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”