ফরিদপুর জেলা হিসাব রক্ষণ অফিসের সাবেক (অবসরপ্রাপ্ত) অডিটর আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিনকে দুর্নীতি মামলায় ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আদালত জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ১৫ হাজার ৯২১ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা হিসাব রক্ষণ অফিসে দায়িত্বে থাকাকালে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ৩ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. রেজাউল করিম ফরিদপুর কার্যালয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো. শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।”
দুদকের সহকারী পরিদর্শক মো. শামীম জানান, “আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় দুদকের দুর্নীতি বিরোধী লড়াইয়ে বড় সাফল্য।