জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—
১️ মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংগা গ্রামের মুন্না ওরফে মোন্নাফের পুত্র মজনু,
২️ একই গ্রামের ইমান আলীর পুত্র জহুরুল ইসলাম,
৩️ রান্ধনীগাছা গ্রামের হাতেম আলী খন্দকারের পুত্র হানিফ খন্দকার,
৪️ আবুল কাশেমের পুত্র মমিন মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান,
“সাজাপ্রাপ্ত আসামিরা গৃহবধূর বাবার বাড়ির এলাকার বাসিন্দা। আসামি মজনু দীর্ঘদিন ধরে গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে রশিদপুর এলাকা থেকে তারা গৃহবধূকে অপহরণ করে।”
পরে গৃহবধূকে আসামি হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।
ঘটনার দুই দিন পর, ১১ ফেব্রুয়ারি, গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
চার জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, জরিমানার টাকা ভুক্তভোগীকে প্রদান করা হবে।