আশির দশকের প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে।
গাউসুর রহমান ১৯৬৫ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরবর্তী সময়ে আইন (এলএলবি) তেও স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কবি, প্রাবন্ধিক-গবেষক, কলামিস্ট ও কথাসাহিত্যিক হিসেবে গাউসুর রহমান স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী। নজরুল, জসীমউদ্দীন, ফররুখ আহমদ ও শামসুর রাহমান নিয়ে তার বিভিন্ন গ্রন্থ রয়েছে। রবীন্দ্রনাথ ও জীবনানন্দকে নিয়েও তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন। মোট প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিশ। উল্লেখযোগ্য দুটি গ্রন্থ: ‘জাতিসত্তার কবি: মুহম্মদ নূরুল হুদা’ ও ‘কবিতার শামসুর রাহমান’।
জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. আনিছা পারভীন ও প্রফেসর ড. মো. জয়নাল আবেদীন খান।
কবি নিজেও আপ্লুত কন্ঠে জন্মদিনের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, প্রফেসর আলী ইদ্রিস, প্রফেসর মঈন হুদা, ছড়াকার ও গবেষক স্বপন ধরসহ সাহিত্য ও গবেষণার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
উদ্যোগে সভাপতিত্ব করেন কবি আসাদ উল্লাহ, সঞ্চালনায় ছিলেন স্বর্ণা চাকলাদার ও জুবায়েদ ইবনে সাঈদ, এবং স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী।
গাউসুর রহমানের সাহিত্যিক অবদান, শিক্ষাজীবন এবং সৃজনশীলতার জন্য তিনি ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির এক অমর নাম হিসেবে স্বীকৃত।